রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

১৬৫ Views

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিলে পুকুরে ডুবে এক শিশুর (২) মৃত্যু হয়েছে। গত রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাহি বক্তারপুর গ্রামের মিদ্দা বাড়ির মনির হোসেনের ছেলে।

            পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির মা তাকে ঘরে রেখে কলসি নিয়ে পুকুরে পানি আনতে যায়। পরে ঘরে এসে রাহিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে রাহিকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

            উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম নয়ন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share This