বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে বিএনপির ইফতার সামগ্রী বিতরণ  অনুষ্ঠানে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

চাটখিলে বিএনপির ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

Views

            নিজস্ব প্রতিনিধি\ বিএনপির চেয়রপার্সনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগের কেউ যদি অন্যায় করে থাকে, তাদের বিরুদ্ধে মামলা দেন। বিগত সময়ে কেউ আপনাকে ক্ষতিগ্রস্ত করে থাকলে তার বিরুদ্ধে মামলা দেন। কিন্তু তার ঘরে রাতে ঘেরাও করবেন ৪-৫ জন পাঠিয়ে, মামলা দেয়ার কথা বলে টাকা চাইবেন, এই কারবার করবেন না।

            গত শুক্রবার (১৪ই মার্চ) বিকেলে নোয়াখালীর চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দশানি টবগা গ্রামে ঈদগাহ মাঠে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

            ব্যারিস্টার খোকন নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘আগে চুপচাপ ছিলেন। এখন যদি নেতৃত্ব দিতে চেষ্টা করেন, গুঁতাগুঁতি করেন, গ্রæপিং করেন- আপনাকে কিন্তু আমরা আওয়ামী লীগের দোসর হিসেবে চিন্তা করব। নিজেকে সংযত রাখেন। যাদের কর্মকান্ডের জন্য বিএনপির বদনাম হবে, বিএনপি তাদের দায় নেবে না। পার্লামেন্ট নির্বাচন নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এ ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব।’

            তিনি বলেন, ‘বিএনপি আল্লাহর সৃষ্টি। জিয়াউর রহমান, বেগম খালেদা, তারেক রহমানের ওপর আল্লাহর বিশেষ সহানুভূতি আছে। এতো নির্যাতন হওয়ার পরেও বিএনপি ঠিক আছে। নতুন করে অনেকে বিএনপিতে ঢুকতে চান। বিএনপিতে নতুন কোনো লোক দরকার নেই। আপনারা ঢুকবেন, বিএনপির নেতা হবেন, তারপর চাঁদাবাজি করবেন, এমনটা কাম্য হতে পারে না। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের চাঁদাবাজরা বিএনপির কিছু কিছু পুরোনো লোকের সঙ্গে যোগসাজশ করছে। তারা প্রথমে বসে চা খায়, তারপর ভাত খায়; আস্তে আস্তে মিশে যায়। মানুষ মনে করবে সেওতো বিএনপি করে। নেতারা এদের থেকে সাবধান। এরা যেন আপনাদের আশপাশে না ঘোরে। আপনিও শেষ দলও শেষ। মানুষ এটা সহ্য করবে না। বিএনপির সাধারণ কর্মীরা এটা সহ্য করবে না। থানায় আপনারা কোনো আওয়ামী লীগ নেতা চাঁদাবাজ দুর্নীতিবাজের পক্ষে তদবির করবেন না। দল আপনাদের দায়িত্ব নিবে না। সারা দেশে দলের নেতাকর্মীরা আপনারা অনেক কষ্ট করেছেন। কষ্টের এই অর্জন নষ্ট হয়, এরকম কোনো কাজ করবেন না।’ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাহজাহান রানা, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহছানুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, উপজেলা বিএনপির নেতা আলাউদ্দিন ভুঁইয়া, পৌরসভা যুবদলের আহ্বায়ক সুলতান বাবর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ-উন-নবী বাবু, পৌরসভা বিএনপির নেতা বিকে হানিফ, পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মীর হোসেন মিলন প্রমুখ।

Share This

COMMENTS