শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চান্দিনায় চুরির অপবাদে আত্মহত্যার চেষ্টাকারী দগ্ধ অটোচালকের মৃত্যু

চান্দিনায় চুরির অপবাদে আত্মহত্যার  চেষ্টাকারী দগ্ধ অটোচালকের মৃত্যু
১৯৫ Views

            নিজস্ব প্রতিনিধি\ চান্দিনায় চুরির অপবাদ দেয়ায় নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা অটোরিকশাচালক মো. সবুজ মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জাতীয় বার্ন ইউনিটে ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত শুক্রবার বেলা সোয়া ১টায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃতের স্ত্রী খুশি আক্তার বিষয়টি নিশ্চিত করেন। ২ সন্তানের জনক মো. সবুজ উপজেলার গড়ামারা গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি উপজেলা সদরের বেলাশহর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

            গত ১৩ই এপ্রিল সন্ধ্যা ৭টায় উপজেলা সদরের সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় চুরির অপবাদ দিয়ে তার অটোরিকশা ছিনিয়ে নেয়ায় নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুল দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সবুজ। জানা যায়, চান্দিনা হাসপাতাল রোডের ইউনুছ মিয়ার অটোরিকশার গ্যারেজ ভাড়া নিয়ে সবুজসহ ৩ জন ওই গ্যারেজে তাদের অটোরিকশাগুলো রাখতেন। গত বছরের ৭ই ডিসেম্বর রাত সাড়ে ৩টায় ওই গ্যারেজ থেকে দু’টি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় মানিক নামে একজনকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ওই রাতে এলাকার কয়েক মাতব্বর স্থানীয়ভাবে মীমাংসা করার কথা বলে মানিককে থানা থেকে ছাড়িয়ে নিয়ে উল্টো সবুজকে চোর সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Share This

COMMENTS