রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় পুলিশের ওপর হামলায়  ইউপি চেয়ারম্যান কারাগারে

চান্দিনায় পুলিশের ওপর হামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

৮৬ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এঘটনার পর চান্দিনা থানার উপপরিদর্শক সুজন দত্ত মামলা করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীমন্তপুর এলাকার মৃত কালা মিয়ার ছেলে আবুল হাসেম (৫৫)। গত ২০শে ফেব্রæয়ারি তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

            এ মামলার অন্য আসামিরা হলেন- শ্রীমন্তপুর এলাকার মোঃ এনামুল হক (৩৫), মোঃ খলিল (২২), মোঃ রুবেল (২৫), মোঃ নোমান (২৪), মোঃ লিটন (২২), তাজুল ইসলাম (৫০), সহিদুল ইসলাম (৫২), মুজা মিয়া ওরফে মোজাম্মেল (১৯), রুবেল (৩০), মোঃ জাহাঙ্গীর (৩৭), আনোয়ার হোসেন (২০), মোঃ সুমন (২৫), মোঃ রফিক (৪৫), মোঃ ইব্রাহিম (২৪), সেলিনা বেগম (৩৩), জাহানারা বেগম (৪৮), বিল্লাল (২৮), ফাতেমা বেগম ওরফে ফতু (৪৪), শাহজাহান (৩৫)।

            মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ই ফেব্রæয়ারি মো. এনামুল হক নামের এক ব্যক্তির বসত বাড়িতে পুলিশী গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. এনামুল হককে গ্রেফতার করার সময় স্থানীয় সাবেক চেয়ারম্যান আবুল হাসেমের নেতৃত্বে স্থানীয় ৩০/৪০ জন আসামী দা, ছেনি, রাম দা, বটি দা, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মো. খলিল নামের একজন তার হাতে থাকা লোহার শাবল দিয়ে চান্দিনা থানার এসআই নোমান হোসেনের মাথায় আঘাত করে। এসময় মো. এনামুল হক তার হাতে থাকা গাছের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে এসআই নোমান হোসেনের মাথায় আঘাত করে আহত করে।

Share This

COMMENTS