শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চান্দিনায় মিশু হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

চান্দিনায় মিশু হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চান্দিনায় অটোরিকশা চালক মিশু হত্যাকান্ডে জড়িতদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গত ২৪শে জুন দুপুরে উপজেলার দোল­াই নবাবপুর ইউনিয়নের লেবাস গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মাধাইয়া-রহিমানগর সড়ক প্রদক্ষিণ করে নবাবপুর বাজারে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন তারা।

            মানববন্ধনে বক্তারা বলেন, এ হত্যাকান্ডটি একটি উদ্দেশ্য প্রণোদিত এবং একটি মহলের প্ররোচণায় সংঘঠিত হয়েছে। একটি মোটরসাইকেল ও ট্রাক্টরের দুর্ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অন্য গ্রামের লোকেরা এসে আমাদের গ্রামে লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত এবং নিরীহ অটোরিকশা চালক মিশুকে হত্যা করে। আহত মিশুকে আমরা স্থানীয় হাসপাতালে নিলে ঘাতকরা তাকে চিকিৎসা নিতেও দেয়নি। এমন বর্বর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রæত বিচার কার্যকর করতে প্রশাসনের প্রতি দাবি জানান এলাকাবাসী।

            মানববন্ধনে আবেগাপ্লুত হয়ে বক্তব্য রাখেন, নিহত মিশুর বাবা মফিজ উদ্দিন, মা মমতাজ বেগম, বোন মিতু। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, বিএনপির কাতার শাখার যুগ্ম-সম্পাদক বাবুল গাজী, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শাহজালাল প্রধান, ব্যবসায়ী রবিউল হাসান, মাসুদ রানা বাবু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি কামাল হোসেন প্রধান, আলম প্রধান, জামাল প্রধান, শাহিদ প্রধান প্রমুখ।

            চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। জড়িত বাকি আসামিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।

Share This

COMMENTS