মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চান্দিনার সাবেক মেয়র মফিজুল ইসলাম গ্রেপ্তার

চান্দিনার সাবেক মেয়র  মফিজুল ইসলাম গ্রেপ্তার
৬৯ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। গত ১৫ই জুলাই রাত সোয়া ৮টায় চান্দিনা পৌরসভার মহারং পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে।

            গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম।

            পুলিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এবং উত্তরা থানায় একাধিক হত্যা মামলায় আসামি। এছাড়া কুমিল্লার চান্দিনা থানাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে, মো. মফিজুল ইসলাম ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

            এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

Share This

COMMENTS