বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চিকিৎসার ক্ষেত্রে ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসার ক্ষেত্রে ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা
১১৫ Views

ভারত ভিসা বন্ধ থাকায় বাংলাদেশিদের জন্য চীন একটি বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, চিকিৎসার ক্ষেত্রে ভারতের বিকল্প হিসেবে চীনের কুনমিং উপযুক্ত হতে পারে। তিনি জানান, কুনমিংয়ে চিকিৎসা ব্যয় এবং যাতায়াত খরচ তুলনামূলকভাবে কম। এ নিয়ে চীনের কাছে ভিসা ফি কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতের ভিসা বন্ধ থাকার কারণে কুনমিংকে কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে।

তিনি আরও জানান, বাংলাদেশে একটি বড় হাসপাতাল নির্মাণে চীন আগ্রহ প্রকাশ করেছে। এর জন্য পূর্বাচলে জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আলোচনা চলছে।

চীন সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে তিনি বলেন, ঋণের সুদহার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তারা এ বিষয়ে আশ্বাস দিয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র নদ নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তবে তিস্তা নদী নিয়ে কোনো আলোচনা হয়নি।

Share This