বৃহস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চুরির অভিযোগে কুকুর লেলিয়ে যুবককে নির্যাতনের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

চুরির অভিযোগে কুকুর লেলিয়ে যুবককে  নির্যাতনের ঘটনায় ৩ জন গ্রেপ্তার
Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচংয়ে চুরির অভিযোগে এক যুবকের ওপর কুকুর (জার্মান শেফার্ড) লেলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় রাতেই র‌্যাব ও পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

            নির্যাতনের শিকার ওই যুবকের নাম জয় চন্দ্র সরকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবার শীতলপুর গ্রামের বিষ্ণু চন্দ্র সরকারের ছেলে। বর্তমানে জয় বুড়িচং উপজেলার সাহেববাজার এলাকায় ভাড়া বাড়িতে থেকে ভাঙারির ব্যবসা করেন।

            ভিডিওতে দেখা যায়, কয়েক ব্যক্তি প্রথমে জয় নামের ওই যুবকের দিকে একটি কুকুর লেলিয়ে দেয়। এ সময় চিৎকার করে ওই যুবক নিজেকে বাঁচানোর আকুতি জানান। তিনি কুকুরকে বাধা দিলে ওই ব্যক্তিরা তাকে বারবার বলতে থাকে, ‘কুকুর ছাড়’। এরপরই আরেকটিসহ মোট দু’টি কুকুর জয়ের ওপর লেলিয়ে দেয়া হয়। কুকুরগুলো হিং¯্রভাবে তার শরীরে কামড়াতে থাকে। একই সময়ে কয়েকজন লাঠি হাতে তাকে আঘাত করতে থাকেন। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে জয় বাঁচার জন্য চিৎকার করতে থাকে। কিন্তু তাকে কোনো সুযোগ দেয়া হচ্ছিল না।

            ভিডিও ছড়িয়ে পড়ার পর রাতেই র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ও বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জ সদর থানার মুরমা গ্রামের মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মো.আল আমিন ওরফে লিপু (৩৬) এবং বরিশালের উজিরপুর থানার মালিকান্দা গ্রামের ফারুক হাওলাদারের ছেলে মো.সজীব হাওলাদার (২৬)।

            এদিকে, শনিবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘটনার বিস্তারিত জানিয়েছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। তিনি বলেন, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায় ২ মাস আগে একটি ডাকাতির ঘটনা ঘটে। এর পর থেকে সেখানে নিরাপত্তার জন্য ৩টি বিদেশি (জার্মান শেফার্ড) কুকুর রাখা হয়। বর্তমানে উৎপাদন বন্ধ কারখানাটি মেরামতের কাজ চলছিল। এরই মধ্যে এমন ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩ জনই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

            মেজর সাদমান ইবনে আলম বলেন, ওই স্টিল মিলে মোট ৩টি বিদেশি কুকুর রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। গ্রেপ্তার হওয়া ৩ জন অতি উৎসাহী হয়ে দু’টি কুকুর দিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন। মিলের মালিকপক্ষ এ ঘটনা জানতেন না। জয় বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

            বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী জয় বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

Share This

COMMENTS