
চৌদ্দগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি দায়ে ২ রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি\ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়া বাজার এলাকায় বিলাসবহুল দু’টি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করার অভিযোগে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার (৬ই এপ্রিল) দুপুরে আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
জানা গেছে, মহাড়সকের চৌদ্দগ্রামের মিয়া বাজারের হোটেল টাইম স্কয়ার ও তাজমহল রেস্তোরাঁয় বিলাসবহুল যাত্রীবাহী বাস যাত্রাবিরতি করে। রেস্তোরাঁগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করা এবং কোনো প্রকার লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘদিন যাবৎ।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত রবিবার দুপুরে অভিযান পরিচালনা করেন। এতে করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল তাজমহলকে ১ লাখ টাকা ও টাইম স্কয়ার হোটেলকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, এ হোটেলগুলোতে ঢাকা-চট্টগ্রাম যাতায়াতকারী বিলাসবহুল যাত্রীবাহী গাড়ি যাত্রাবিরতি করে। অথচ হোটেলগুলোতে খাবার প্রস্তুতের স্থান অপরিচ্ছন্ন পাওয়া যায়, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করা হয় ও হোটেলের নিজস্ব কারখানায় দই, রসমালাইসহ নানা ধরনের মিষ্টান্ন তৈরি করা হলেও এই ধরনের খাদ্যদ্রব্য প্রস্তুতের কোনো লাইসেন্স তাদের নেই। প্রস্তুতকৃত এসব খাদ্যদ্রব্যের গায়ে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি। এসব বিষয়ে প্রমাণ পাওয়াতে ভোক্তা অধিকার আইনে দুই হোটেলকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।