বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে কালভার্ট ভেঙ্গে যানচলাচল বন্ধ

২৭ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মাটি ব্যবসায়ীদের ড্রাম ট্রাক ও ভেকুর চাপে ভেঙ্গে গেছে গুরুত্বপূর্ণ সড়কের ২টি কালভার্ট। এতে চলাচল বন্ধ হয়ে গেছে ২ গ্রামের সাধারণ মানুষসহ স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীদের। এ ব্যপারে সালাউদ্দিন মুন্না নামের এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়েছে ।

            জানা গেছে, বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামে ভিনটেক সুজ লিমিটেডের সামনের সড়কে মার্চের প্রথম সপ্তাহে মাটি কাটার ভেকু ও মাটি ভর্তি ড্রাম ট্রাক চলাচলের সময় কালভার্টটি পুরোপুরি ভেঙ্গে যায়। এতে ওই সড়ক দিয়ে যাতায়াত বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে গ্রামবাসী ও দু’টি ফ্যাক্টরির শ্রমিক। বন্ধ হয়ে যায় কালিকশার দারুল উলুম মাদরাসা, কাশেমুল উলুম মাদরাসা, হালিমা ছাদিয়া মহিলা মাদরাসা, কুলিয়ারা উচ্চ বিদ্যালয়, কুলিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, লুদিয়ারা নেজামিয়া মাদরাসা ও লুদিয়ারা উচ্চ বালিকা বিদ্যালয়ে নানকরা গ্রামের শিক্ষার্থীদের যাতায়াত।

            স্থানীয়রা মাটি ব্যবসায়ী সালাহউদ্দিন মুন্নাকে কালভার্ট নির্মাণ করে দেয়ার জন্য বললে সে এ বিষয়ে কর্ণপাতও করেনি বলে জানান তারা। সুজন নামের একজন বলেন, ‘ফুটবলে সারাদেশে পরিচিত মোনায়েম মুন্না, আর মাটি ব্যবসায় চৌদ্দগ্রামে পরিচিত সালাহউদ্দিন মুন্না। তাকে চৌদ্দগ্রামে মাটি ব্যবসার কিং বলে জানে সবাই। তার মালিকানাধীন রয়েছে মাটি কাটার কাজে প্র্েরয়াজনীয় সকল যানবাহন এবং কি পরিমাণ যানবাহন রয়েছে সেই হিসেবেও কেউ নির্দিষ্ট করে বলতে পারবেনা। পুরো চৌদ্দগ্রামে মাটি কাটার যানবাহন সরবরাহ করে থাকেন এই মুন্না। যে কোনো সমস্যায় তিনি টাকা দিয়ে ম্যানেজ করেন সবাইকে। এই কালভার্টের ক্ষেত্রেও হয়েছে তাই’।

            ভুক্তভোগীদের পক্ষে ইউএনও বরাবর অভিযোগ করা কামরুল ইসলাম ভুঁইয়া বলেন, কালভার্ট ভাঙার পর এলাকাবাসীসহ সবাই মৌখিকভাবে মাটি ব্যবসায়ী মুন্নাকে কালভার্ট নির্মাণের জন্য বলা হলেও তাতে কোনো কাজ হয়নি। চলাচল ভোগান্তিতে অন্তত ৪ গ্রামের শিক্ষার্থীসহ সবাই।

            অভিযোগের বিষয়ে মাটি ব্যবসায়ী সালাহউদ্দিন মুন্নার ব্যবহৃত মুঠোফোনে বেশ কয়েকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

            এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ‘এলাকার পক্ষ থেকে সালাউদ্দিন মুন্নাসহ ৯ জনের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। আলোচনা সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share This

COMMENTS