রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে নদী-খাল পুনরুদ্ধারের  দাবিতে মানববন্ধন স্মারকলিপি

চৌদ্দগ্রামে নদী-খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন স্মারকলিপি

১৩ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চৌদ্দগ্রামে খাল-বিল নদী-নালা অবৈধ দখলমুক্ত করতে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম সম্মিলিত নাগরিক ও সাংস্কৃতিক ঐক্য। গত বুধবার (২রা এপ্রিল) দুপুরে মানববন্ধন শেষে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও প্রশাসনের সাথে মতবিনিময় করে নেতৃবৃন্দ। ‘চৌদ্দগ্রামের নদী ও খাল বাঁচাও, চৌদ্দগ্রাম বাঁচাও’ এবং ‘ঈদ বঞ্চিত বন্যার্তদের পুনর্বাসন করা’র দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ ধোপাখাল (দখলে মৃত প্রায়) ব্রিজের উপরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষক, সাংবাদিক ও ছাত্রসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

কবি ইমরান মাহফুজের ব্যবস্থাপনায় মানববন্ধন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইউএনও মোঃ জামাল হোসেন, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী খোরশেদ আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ ফরিদ, বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি আগা আজিজুল ইসলাম চৌধুরী আজাদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোশাররফ হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, কবি শাহজাহান, কবি মিজান পঞ্চায়েত, ইঞ্জিনিয়ার হোসাইন আল মামুন, কবি আমজাদ হোসাইন, জাগ্রত তরুনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী ইব্রাহিম পিয়াস।

অনুষ্ঠানে বক্তারা চৌদ্দগ্রামের সবগুলো খাল, ডাকাতিয়া নদী ও কাঁকড়ি নদী অবৈধ দখল মুক্ত করা এবং অবৈধ কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোরদাবি জানান। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুর্নবাসনের জন্য প্রশাসন নদী-খাল, কৃষি, পরিবেশ, জীব বৈচিত্র রার্থে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Share This

COMMENTS