চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

আবদুল মান্নান\ কুমিল্লায় চৌদ্দগ্রাম থানার অন্তর্গত আলকরা ইউনিয়নের শিলরী, ডেকরা ও লক্ষীপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে রহমত উল্লাহ নামে এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক (ফেনী-ড-১১-০৯০৬) সহ একটি ভেকুর (স্ক্যাভেটর) এর ব্যাটারী জব্দ করা হয়। গত রোববার (৫ই জানুয়ারি) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী, ডেকরা ও লক্ষীপুর এলকায় ফসলি জমি থেকে অবৈধ উপায়ে মাটি কাটা ও বিভিন্ন ব্রিক ফিল্ডে সরবরাহের দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় এ জরিমানা করা হয়েছে। চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প ও চৌদ্দগ্রাম থানার পৃথক দু’টি টিম এসময় উপস্থিত ছিলেন। চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ড্রাম ট্রাক ড্রাইভার ও হেলপার উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের মোহাম্মদ নবীর ছেলে মোশাররফ হোসেন ও একই এলাকার সুরুজ মিয়ার ছেলে মোঃ মুন্নাকে আটক করা হয়। পরবর্তীতে মুছলেকা নিয়ে আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, সরকারি বিধি ভঙ্গ করে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও অন্যত্র বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলার আলকরা ইউনিয়নে বিশেষ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে একটি ড্রাম ট্রাক জব্দসহ এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।