রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে মদের কারখানায় সেনাবাহিনীর অভিযানে ৪ জন আটক

চৌদ্দগ্রামে মদের কারখানায় সেনাবাহিনীর অভিযানে ৪ জন আটক

১২ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চৌদ্দগ্রামে মদ তৈরির একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। এ সময় মাটির নিচ থেকে পাঁচ ড্রামসহ মোট ৯ ড্রাম মদ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে মদ তৈরির সঙ্গে জড়িত এবং সেবনকারীসহ চার জনকে আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। গত ৩০শে মার্চ রাতে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়। আটকরা হলেন- জোড়কানন এলাকার দিলীপ রবিদাস, পূর্ব জোরকানন এলাকার সুমন রবিদাস, রামরায় এলাকার ফখরুল ইসলাম এবং নাটাপাড়া এলাকার রোকন মিয়া।

            চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টিতে সেনাবাহিনীর নেতৃত্বে ও চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন বলেন, গত ২২শে মার্চ চৌদ্দগ্রাম বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় আমরা জানতে পারি, এখানে অবৈধ মদ তৈরি হয় এবং বিভিন্ন জায়গায় তা সরবরাহ করা হয়। ঈদকে সামনে রেখে তারা মদের উৎপাদন এবং সরবরাহ আরও বাড়িয়ে দেয়।

Share This

COMMENTS