বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে দু’শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে দু’শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৩ Views

            আবদুল মান্নান\ ঈদযাত্রায় মহাসড়ক যানজটমুক্ত রাখতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফুটপাত দখল করে গড়ে ওঠা ২ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার সকাল ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয় পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে জানান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন। এতে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ অংশ নেয়।            দীর্ঘদিন ধরে মহাসড়কের দু’পাশে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছেন কিছু অসাধু ব্যবসায়ী। ঈদকে সামনে রেখে মহাসড়কে নির্বিঘেœ যান চলাচল নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে চালানো এ অভিযানে সড়কের দুই পাশের দু’শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মঞ্জুরুল ইসলাম এবং মিয়া বাজার হাইওয়ে থানার ওসি মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

            চৌদ্দগ্রাম পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন বলেন, ‘ঈদুল ফিতরে মহাসড়ক যানজটমুক্ত রাখতে পৌর এলাকার চৌদ্দগ্রাম বাজার অংশে দু’শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের আগে আমরা একটি পরিপত্র জারি করেছিলাম এবং দখলদারদেরকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছিল। এরপরও তারা সরে না যাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।’ তিনি বলেন, অবৈধ দখলের কারণে মহাসড়কের ঢাকা লেনটিতে প্রায় সময় যানজট লেগে থাকে। অবৈধ স্থাপনা উচ্ছেদের কারণে এখন আর যানজট থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।

Share This

COMMENTS