চৌদ্দগ্রামে ৭টি চোরাই মোটর সাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি\ চৌদ্দগ্রাম উপজেলায় ৭টি ‘চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল মান্নান। গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার কুলাসার গ্রামের মো. সাদ্দাম হোসেন (৩২) এবং একই উপজেলার বিষ্ণপুর গ্রামের মো. ফরহাদ হোসাইন (২৬)।
পুলিশ সুপার মান্নান বলেন, সোমবার ওই উপজেলায় চুরি হওয়া একটি মোটরসাইকেল খুঁজতে মঙ্গলবার সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সাদ্দামের দেয়া তথ্য মতে, এই চোরাই চক্রের মূলহোতা বিষ্ণপুর গ্রামের সোহেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল ও ঝিকড্ডা গ্রামের গ্যারেজ মিস্ত্রি শাহ আলম পালিয়ে যান।
এসপি আরও বলেন, তবে তারা পালিয়ে গেলেও ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সোহেলের বাড়ি থেকে ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এই চোর চক্রের সদস্যরা মিলে আশপাশের জেলা থেকে মোটরসাইকেল চুরি করে এনে সোহেলের বাড়িতে সেগুলোর রং পরিবর্তন করতেন। এরপর কুমিল্লাসহ বিভিন্ন জেলায় নিয়ে সেগুলো বিক্রি করতেন।
এ ঘটনায় ৯ ও ১১ই অক্টোবর চৌদ্দগ্রাম থানায় ৪ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ সুপার।