সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রাম উপজেলা ও থানা প্রশাসনের সাথে জামায়াতের মতবিনিময়

চৌদ্দগ্রাম উপজেলা ও থানা প্রশাসনের  সাথে জামায়াতের মতবিনিময়
৩৬১ Views

            নিজস্ব প্রতিনিধি\ দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনের সাথে মতবিনিময় করেছে উপজেলা জামায়াত। গতকাল মঙ্গলবার (১৩ই আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং থানা প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো: মাহফুজুর রহমান, সেক্রেটারি মু. বেলাল হোসাইন এর নেতৃত্বে উপজেলা জামায়াতে ও পৌরসভা জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাত উল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন প্রমুখ।

Share This

COMMENTS