বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক বিচারক হলে আশা করা যায় না: আসিফ নজরুল

জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক বিচারক হলে আশা করা যায় না: আসিফ নজরুল

১৫৭ Views

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “শুধু জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক বিচারক হলে উচ্চ আদালতের কাছে কোনো আশা করা যায় না।”

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত “গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: বিচার বিভাগ প্রসঙ্গ” শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, উচ্চ আদালত সঠিক করতে হলে প্রথমে বিচারক নিয়োগ প্রক্রিয়া ঠিক করতে হবে।

তিনি আরও বলেন, “যদি উচ্চ আদালতই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ও দলকানা হয়, তাহলে নিম্ন আদালতের স্বাধীনতা দিয়ে লাভ নেই। সংস্কার ছাড়া গতি নেই। প্রধানমন্ত্রী অনুগত ব্যক্তিদের রাষ্ট্রপতি ও বিচারপতি বানান। এতে বিচার বিভাগ নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ারে পরিণত হয়েছে।”

সভায় সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বিচার বিভাগকে দলীয় ও অর্থের প্রভাব থেকে মুক্ত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে বিচারক নিয়োগ দুর্নীতির পথ খুলে দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বোরহান উদ্দিন খান বলেন, রাজনৈতিক প্রভাব বিচার বিভাগে রয়ে গেছে। জাতীয় নাগরিক কমিটির মোল্লা ফারুক এহছান অভিযোগ করেন, বিচারক নিয়োগে নীতিমালা নেই, যা দলীয়করণের সুযোগ তৈরি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের চেয়ার মুনিরা খান, সঞ্চালক ছিলেন নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

Share This