শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা
২৮২ Views

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন। তবে দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম এই বিদেশ সফর হবে সংক্ষিপ্ত।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সে সিদ্ধান্ত হয়েছে। তিনি খুব সংক্ষিপ্ত সফর শেষে দেশে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারত। কিন্তু তিনি অল্প সময়ে (সফর শেষে) খুব তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে দেশ ফিরবেন।

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। আর সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের বিতর্ক অধিবেশন শুরু হবে ২৪ সেপ্টেম্বর। সাম্প্রতিক সময়ে নানা কারণে বৈশ্বিক সুশাসনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা নিয়ে শীর্ষ নেতাদের আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর ‘সামিট অব দ্য ফিউচার’-এ যোগ দেওয়ার কথা রয়েছে।

Share This