বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা কাল

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা কাল
১৭৮ Views

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তফসিল ঘোষণা করবেন। বিষয়টি আজ বুধবার বিকেলে সাংবাদিকদের জানান ইসি সচিব আখতার আহমেদ।

এর আগে ইসি সচিব জানান, আজ বিকেল ৪টায় সিইসির ভাষণ রেকর্ড করা হবে।

এবার সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। উভয় ভোটের তফসিল একযোগে ঘোষণা করা হবে।

এদিকে আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এ বিষয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।

Share This