রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াত আমিরের শারীরিক খোঁজ নিলেন সেনাপ্রধান, চিকিৎসা সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী

জামায়াত আমিরের শারীরিক খোঁজ নিলেন সেনাপ্রধান, চিকিৎসা সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী
৫৫ Views

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। অসুস্থতার খবর জানতে পেরে তিনি সরাসরি ফোন করে ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।

রোববার (২০ জুলাই) বিকেলে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, সেনাপ্রধান সম্মানিত আমিরের জন্য যেকোনো ধরনের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এর আগে, শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান জামায়াত আমির। পরে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯টার দিকে তিনি নিজ বাসভবনে ফেরেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Share This