বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাইয়ের দুই হত্যা মামলা: আনিসুল, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা, তদন্ত কর্মকর্তা বরখাস্ত

জুলাইয়ের দুই হত্যা মামলা: আনিসুল, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা, তদন্ত কর্মকর্তা বরখাস্ত

১৪১ Views

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতির চেষ্টায় তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা ডিবি পরিচয় গোপন রেখে থানা-পুলিশ পরিচয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে গিয়ে ধরা পড়েন। মামলায় আনিসুল ও সালমান ছাড়াও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে অব্যাহতির চেষ্টা হয়েছিল।

নিউমার্কেট এলাকায় দুই হত্যাকাণ্ডের এ মামলায় আগে ছাত্র-জনতাকে দায়ী করা হলেও তদন্তে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করা হয়। তবে ঊর্ধ্বতন অনুমতি ছাড়াই প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

আসামিদের বিচারে নতুন তদন্ত শুরু হয়েছে, নিহতদের পরিবারও সুবিচার চান।

Share This

COMMENTS