
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী

ষ্টাফ রিপোর্টার\ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সব সময় থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ আয়োজনে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের জাতির কৃতী সন্তান অবিহিত করে কাউকে মনোবল না হারানোর আহ্বান জানান। তিনি বলেন, শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনী চেষ্টা করে যাবে।
ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে থাকা হতাহতদের পরিবার অংশ নেয়। ইফতার শেষে জুলাই যোদ্ধাদের আর্থিক সহযোগিতা দেয়া হয়।
এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। ইফতার ও নৈশভোজে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা ছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বেসামরিক পরিমন্ডলের বিশিষ্ট ব্যক্তিরা ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।
উল্লেখ্য, এখন পর্যন্ত অভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাসেবা দেয়া হয়েছে। তাঁদের মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন সিএমএইচ, ঢাকাতে চিকিৎসাধীন।