শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে মতামত চাইল অন্তর্বর্তী সরকার

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে মতামত চাইল অন্তর্বর্তী সরকার
২৩০ Views

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের মতামত চেয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ বিষয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অংশীজনদের মতামত ২৩ জানুয়ারির মধ্যে উপদেষ্টা মাহফুজ আলমের বরাবর চিঠি দিয়ে পাঠানো যাবে। প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে সংশোধিত ঘোষণাপত্র জনগণের উপস্থিতিতে প্রকাশ করা হবে।

সর্বদলীয় বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা অংশ নেন। আলোচনার জন্য একটি খসড়া আগে থেকেই তাদের কাছে পাঠানো হয়েছিল।

খসড়ায় ১৯৭২ সালের সংবিধান সংশোধন বা বাতিলের প্রস্তাবসহ ৫ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মতামত ও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে।

এর আগে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হলে, পরে সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়।

১৫ জানুয়ারি সময়সীমা শেষ হওয়ার পর বৃহস্পতিবারের বৈঠকের মাধ্যমে এই প্রক্রিয়া এগিয়ে চলছে। এখন মতামত নিয়ে দ্রুত ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে।

Share This