বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বেতন–ভাতা চালুর নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বেতন–ভাতা চালুর নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
৪৮ Views

গণ–অভ্যুত্থানের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের বেতন–ভাতা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার জারি করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, অনেক শিক্ষক–কর্মচারীর বিরুদ্ধে তদন্ত চলমান থাকলেও তাঁদের বেতন ও ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন বলে বিভিন্ন আবেদনপত্রে জানানো হয়েছে।

এ অবস্থায় অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকদের নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে বেতন–ভাতা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বেতন–ভাতা কার্যক্রমে কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ অসহযোগিতা করলে বা বাধা সৃষ্টি করলে তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বহু শিক্ষককে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়, যার ফলে তাঁদের বেতন–ভাতা বন্ধ হয়ে যায়।

Share This