ডিসেম্বরের মধ্যে গোমতির ভাঙ্গা বাঁধ মেরামত সম্পন্ন হবে -উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
নিজস্ব প্রতিনিধি\ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দুই তিন মাসের মধ্যে গোমতির ভাঙ্গা বাঁধ মেরামত করা সম্ভব হবে। যেহেতু বর্ষা শেষের দিকে তাই নতুন করে বন্যা হবার সম্ভাবনা খুবই কম- বলা যেতে পারে সব মিলিয়ে ডিসেম্বরের মধ্যে গোমতির বাঁধ মেরামতের কাজ সম্পূর্ণ শেষ হবে।
এছাড়া সারাদেশের নদ-নদী থেকে চিহ্নিত ৬৬ হাজার দখলদার মুক্ত করতে দুই মাসের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শনে এসে এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সকল জেলা প্রশাসকের প্রতি অনুশাসন থাকবে যেন নদ-নদী খাল-বিল দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু করে। নদীর বাঁধের মাটিকাটা এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন।
উল্লেখ্য, গত ২২শে আগস্ট রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা। প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় জুড়ে বন্যা কবলিত হয়ে থাকে অঞ্চল। সম্প্রতি এই বাঁধের ১২৫ মিটার অংশ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ডিসেম্বরের মধ্যে বাঁধের সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হবে বলেও জানান উপদেষ্টা।