রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে ‘পাগলা’ মসজিদে চিঠি:

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে ‘পাগলা’ মসজিদে চিঠি:

১৯ Views

কিশোরগঞ্জের ঐতিহাসিক ও আলোচিত পাগলা মসজিদের ১১টি দানবাক্স খুলে এবারও পাওয়া গেল বিপুল পরিমাণ অর্থ। ১২ই এপ্রিল (শনিবার) সকাল ৭টায় পাগলা মসজিদে ১১টি দানবাক্স খোলা হয়। গণনায় দুপুর ১২টা পর্যন্ত ২৮ বস্তা থেকে প্রায় ৬ কোটি ৩৪ লাখ টাকা পাওয়া গেছে। এছাড়া দেশি মুদ্রার পাশাপাশি দানবক্সে পাওয়া গেছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। এ সময় এতে কিছু চিঠিও পাওয়া যায়। একটি চিঠিতে লেখা ছিল- ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়।’

মসজিদ চত্বরেই টাকা গণনার এই কার্যক্রম চলছে জেলা প্রশাসনের কঠোর নিরাপত্তা ও তত্ত্বাবধানে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মো. হাছান চৌধুরী, ব্যাংক ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
ওদিকে, কিশোরগঞ্জ শহরের উক্ত পাগলা মসজিদের দানবাক্সে টাকার সাথে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষার বেশকিছু চিঠিও পাওয়া গেছে। তার মধ্যে একটি চিঠিতে নাম-পরিচয়হীন একজন লিখেছেন যে, “ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই। সাধারণ জনগণ! আল্লাহ তুমি সহজ করে দাও।
উল্লেখ্য, এর আগে গত ৩০শে নভেম্বর এই পাগলা মসজিদের একই সংখ্যক দানবাক্স থেকে পাওয়া গিয়েছিল ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা, যা ছিল একটি রেকর্ড পরিমাণ দান। দানের এই ব্যতিক্রমী ধারা প্রতি তিন থেকে চার মাস পরপরই গণনা করা হয়।
মূলত: অনেক ধর্মপ্রাণ মানুষের অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা থেকেই এই পাগলা মসজিদে এতো বিপুল দান আসে বলে মনে করে থাকছেন এলাকাবাসীরা। Ref: samakal

Share This