তরুণদের কৃতজ্ঞতা জানালেন ড. ইউনূস
তরুণদের দেশের নেতৃত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দেশে ফেরার পর বিমানবন্দরে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশ তোমাদের হাতে। তোমাদের হাতের এ দেশের ভবিষ্যত নির্মিত হবে। বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই।’
সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, দেশবাসীর প্রতি আবেদন- আপনারা আমার উপর বিশ্বাস রাখেন। আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করুন। সহিংসতা বন্ধ করুন। বাংলাদেশ খুব সম্ভাবনাময়ী একটি দেশ। এ দেশকে আমাদের গড়তে হবে।
এর আগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাকে বহনকারী বিমান বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে অবতরণ করে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে রয়েছেন সেনা, বিমান ও নৌ বাহিনীর প্রধানগন। একই সঙ্গে উপস্থিত রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শেখ হাসিনার পতনের পর নানা জটিলতা শেষে অবশেষে সরকার প্রধান হিসেবে আজ রাত ৮টায় শপথ নেওয়ার কথা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে বাংলাদেশে।