তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা সমাজ পরিবর্তনের অগ্রদূত হবে : জামায়াত আমির


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তা’মীরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ পরিবর্তনের জন্য কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, এ মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের আলোকিত করে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে।
শনিবার আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রথম অ্যালামনাই কনফারেন্সে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, “বাংলাদেশে বহু মাদ্রাসা থাকলেও তা’মীরুল মিল্লাত তার স্বতন্ত্রতা ও জনপ্রিয়তার জন্য অনন্য। দেশের মানুষ এই প্রতিষ্ঠানের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে।”
তিনি আরও বলেন, “সুদূর লন্ডন থেকে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এখানকার প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্বের নানা স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। যেখানেই থাকবেন, দ্বীনি শিক্ষা ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করুন—এটাই প্রকৃত সফলতা।”
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, “আজকের এই দিনটি আপনাদের জন্য যেমন আনন্দের, তেমনি আমাদের জন্যও এক বিশেষ মুহূর্ত। কারণ, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। আমি একে রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক এক যৌথ বিপ্লব হিসেবে দেখি—যার মাধ্যমে আমরা আমাদের বাঙালি মুসলমান পরিচয় নতুনভাবে উপলব্ধি করতে পেরেছি।”
স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “২০১৯ সালে মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে দেখেছি—তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা সেখানেও সম্মান অর্জন করেছে। ইসলামী ও আধুনিক শিক্ষার যে সুন্দর সমন্বয় প্রয়োজন, তা এই প্রতিষ্ঠান অনন্যভাবে তুলে ধরেছে।”
সম্মেলনের আহ্বায়ক ও প্রিন্সিপাল ড. খলীলুর রহমান মাদানির সভাপতিত্বে দিনব্যাপী এ অ্যালামনাই কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিক, আলেম, প্রশাসনিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত ১২০ ব্যাচের প্রায় তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়খ আহমাদুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নকিব মো. নাসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শামসুল আলম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মুহাম্মদ নূরুল হক, জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী, মাওলানা মোশতাক ফয়েজী, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ আরো অনেকে।
দিনব্যাপী জমকালো আয়োজনে তা’মীরুল মিল্লাতের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা উৎসবে পরিণত হয়।
