বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮৯ Views

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো আইনগত বা প্রশাসনিক বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তাই তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন। এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।”

বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে লোক ঠেলে পাঠানোর (পুশইন) বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতে যদি কোনো বাংলাদেশি থাকে, বাংলাদেশ সরকার যথাযথ প্রক্রিয়ায় (প্রপার চ্যানেল) তাদের গ্রহণ করবে। কিন্তু ভারত অবৈধভাবে জঙ্গল ও রাস্তা ব্যবহার করে মানুষ ঠেলে পাঠাচ্ছে, যা বেআইনি ও অমানবিক। আমরা এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি।”

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরবর্তীতে উপদেষ্টা বিশিয়া কুড়িবাড়িতে বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন। দুপুরে তাঁর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

Share This

COMMENTS