রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি
Views

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এই আমদানি কার্যক্রমে অংশ নেবে ৫টি প্রতিষ্ঠান।

রোববার দুপুরে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি প্রতিষ্ঠানকে ৩০ টন করে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা যেকোনো সময় এ আমদানি শুরু করতে পারবেন এবং তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

বন্দরের পাইকারি ব্যবসায়ী মো. রিয়াজুল হক বলেন, আমদানির খবর প্রকাশের পর থেকেই দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত দুই দিনে যে পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ সেটি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, অনুমতি পাওয়া ৫টি প্রতিষ্ঠান ইতোমধ্যে এলসি খোলার কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে, সোমবার থেকেই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে।

Share This

COMMENTS