সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে সেনাবাহিনীর অভিযানে সরকারি হাসপাতালে দালাল চক্রের ৭ সদস্য আটক

২২৭ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী বাগিয়ে নেয়ার ঘটনা অহরহই ঘটছে। এর সঙ্গে শুধু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লোকজনই নন; হাসপাতালের লোকজনও জড়িতের অভিযোগ রয়েছে। হাসপাতালের গেটের গা-ঘেঁষে গড়ে উঠেছে প্রায় ২৫-৩০টি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল। এসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে দালাল চক্রের শতাধিক সক্রিয় সদস্য। ওই চক্রের ৭ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

            গত সোমবার (২১শে অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।

দন্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, ছোট আলমপুরের এরশাদ মিয়ার ছেলে বিল্লাল হোসেন, একই গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার মেয়ে নাছিমা আক্তার, বারুর গ্রামের মৃত ঈসমাইল মিয়ার ছেলে আব্দুল জলিল মিয়া, বারেরা গ্রামের সুলতান আলীর ছেলে মো. জাকির হোসেন, ওয়াহেদপুর গ্রামের আবুল কাশেম মিয়ার মেয়ে শাহেনা আক্তার, একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. বুলবুল এবং রসুলপুর গ্রামের জিয়াখানের মেয়ে ফাতেমা আক্তার।

Share This