বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দৌলতগঞ্জে রেললাইনের দু’পাশে দোকান-পাটের অরাজকতা !

দৌলতগঞ্জে রেললাইনের দু’পাশে দোকান-পাটের অরাজকতা !
Views

            তোফায়েল আহমেদ\ জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর বসছে নিয়মিত দোকান-পাট। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়েই থাকছেন ঝুঁকিতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়সারাভাবে মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকেন। কিন্তু ২/১দিন পর আবার সেই সেই! পুরোদমে শুরু হয় দোকান বসা। এমন চিত্র লাকসাম-নোয়াখালী রেলপথের দৌলতগঞ্জ বাজারের উপকন্ঠে! আর এসব দোকানদার থেকে দৈনিক ভাড়াও নিচ্ছেন তথাকথিত ইজারাদাররা। ইতিমধ্যে এ স্থানে বহু নিহত-আহতের ঘটনাও ঘটেছে। কিন্তু টনক নড়ছেনা কর্তৃপক্ষের।

            রেলওয়ে সূত্র জানায়, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেললাইনের উভয় পাশে ১৪৪ ধারা জারি রাখার বিধান রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলপথের ওপর দোকান বসানো তো দূরের কথা; রেললাইনের ওপর দিয়ে পথচারী চলাচলেও নিষেধাজ্ঞা আছে বিদ্যমান আইনে। অথচ ওই আইন লঙ্ঘন করে দোকানদারী চলছে নিয়মিত এবং হর হামেশাই।

            দৌলতগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন মাস্টার (অস্থায়ী দায়িত্ব) ইকবাল হোসেন বলেন, রেললাইনের ওপর বসা এসব অস্থায়ী বাজার ইতিপূর্বে বেশ কয়েকবার উচ্ছেদ করা হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য চিঠি দিয়েছি। কিন্তু দীর্ঘ কয়েক মাসেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি। এ ব্যাপারে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন বলেন, রেলওয়ের পক্ষ থেকে আমাদেরকে চিঠি দিয়েছে সত্য কিন্তু অভিযানের দিন তারিখ জানানো হয়নি। দিন তারিখ জানালে আমি নিরাপত্তা বাহিনী দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

            এ ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লাকসাম পৌর প্রশাসক কাউছার হামিদ বলেন, কিছুদিন আগেও রেললাইনের অবৈধ দোকান-পাট উচ্ছেদ করা হয়েছে। খুব শীঘ্রই উচ্ছেদ আবারো অভিযান পরিচালনা করা হবে।

Share This

COMMENTS