সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন বই’

‘নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন বই’

Views

 ষ্টাফ রিপোর্টার\ নতুন শিক্ষাবর্ষের বিনা মূল্যের বই নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। তিনি বলেন, ‘আগামী নভেম্বরের মধ্যে সব উপজেলায় নতুন বই পৌঁছে দেয়া হবে। বছরের প্রথম দিনই সব শিশু শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে।’ গত বৃহস্পতিবার ভার্চুয়ালি ইউএস এআইডির ‘সবাই মিলে শিখি’ প্রকল্পের দ্বিতীয় বার্ষিক কর্মপরিকল্পনা সংক্রান্ত কর্মশালায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন।

ফরিদ আহাম্মদ জানান, ২০২৪ সালের নতুন শিক্ষাবর্ষের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পাঠ্য বই নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণয়ন করা হয়েছে। এর পরের বছর চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য নতুন শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই দেয়া হবে। তিনি বলেন, ‘সবাই মিলে শিখির মূল লক্ষ্য হলো শিক্ষার আলো থেকে কেউই বাদ যাবে না, কেউ পিছিয়ে পড়বে না, সবাই সমান সুযোগ পাবে, সম্মিলিতভাবে সব শিশু এগিয়ে যাবে।’

Share This

COMMENTS