শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটকে আলাদা সংসদীয় আসন ও দু’টি উপজেলা করে দিব -অর্থমন্ত্রী মুস্তফা কামাল

নাঙ্গলকোটকে আলাদা সংসদীয় আসন ও দু’টি  উপজেলা করে দিব -অর্থমন্ত্রী মুস্তফা কামাল
৬২২ Views

            তাজুল ইসলাম\ নাঙ্গলকোটকে আলাদা সংসদীয় আসন ও দু’টি উপজেলা করে দিব। আগামী ১ বছরের মধ্যে নাঙ্গলকোটের সকল অসমাপ্ত কাজ শেষ করা হবে। আমি অসুস্থতার কারণে আসতে পারিনি, কিন্তু আপনাদেরকে এক মুহূর্তের জন্যও ভুলিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১১ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী পথ সভায় গতকাল মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট লোটাস চত্বরে প্রধান অতিথির বক্তব্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস এসব কথা বলেন।

 নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ আহবায়ক রফিকুল হোসেনের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স চেয়ারম্যান নাফিসা কামাল, নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুউদ্দিন কালু, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, কে এম সিংহ রতন , কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান মজুমদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পৌর ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন শিমুল। এ সময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগ সভাপতি তানভির মাহবুব অন্তর, সাধারণ সম্পাদক অনিম মজুমদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Share This

COMMENTS