বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটের চাটিতলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা

নাঙ্গলকোটের চাটিতলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে  অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা
৪৭৭ Views

            নিজস্ব প্রতিনিধি\ নাঙ্গলকোটে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও একাধিক এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন না করার অভিযোগে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে স্কুলে তালা দিয়ে প্রায় ৩ ঘণ্টা আটকে রাখে শিক্ষার্থীরা।

জানা গেছে, চাটিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হক বিভিন্ন অনিয়ম করে শিক্ষার্থীদের হয়রানি এবং এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তাদের মূল সার্টিফিকেট ও কাগজপত্র নেন। ৮ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করিয়ে না দেয়া এবং নির্দিষ্ট সময়ের পূর্বে ক্লাস ছুটি, দীর্ঘ ৯ মাস প্রতিষ্ঠানে ক্লাস না করে বেতন তোলাসহ নানান অনিয়মের অভিযোগ এনে সোমবার সকাল ১০টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রায় ৩ ঘণ্টা প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে স্কুলের মূল ফটকে তালা দিয়ে রাখে।

পরে সাংবাদিক ও স্থানীয়দের সহযোগিতায় স্কুলের তালা খুলে সব শিক্ষককে মুক্ত করা হয়।

এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, আমাদের মূল সার্টিফিকেট নিয়ে সার্টিফিকেট ফেরত দেয়নি এবং রেজিস্ট্রেশন করে দেয়নি। শিক্ষকরা আমাদের বারবার সময় দিয়েছেন কিন্তু সমাধান না পেয়ে আমরা সভাপতিকে জানালে তিনিও কোনো সমাধান না করায় আমরা বাধ্য হয়ে ক্লাস বর্জন করেছি, আমাদের সমস্যা সমাধান না হলে আমরা উপজেলা ও জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করবো।

এদিকে, প্রধান শিক্ষক সাইদুল হক নিজের অবহেলার দোষ শিকার করে বলেন, সমস্ত সমস্যা দ্রæত সমাধান করা হবে এবং পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করে দেয়া হবে। তবে ৯ মাস ক্লাস না করার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন তিনি।

স্কুলের সভাপতি মাস্টার খলিলুর রহমান বলেন, অভিযোগের ব্যাপারে আমি জানি না এবং জানতেও চাই না। আপনারা ব্যবস্থা নেন।

Share This