বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে নিখোঁজের ৪দিন পর টয়লেটের ট্যাংকি থেকে তরুণের মরদেহ উদ্ধার

নাঙ্গলকোটে নিখোঁজের ৪দিন পর টয়লেটের  ট্যাংকি থেকে তরুণের মরদেহ উদ্ধার
৪৪৪ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ৪দিন পর টয়লেটের ট্যাংকি থেকে সাকিব হোসেন (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোবমার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার টয়লেটের ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাকিব হোসেন একই গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

সাকিবের ফুফাতো ভাই সাইফুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৮টার পর থেকে সাকিব নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে তাকে খোঁজ করে সন্ধান না পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। সোমবার বিকেলে বাবুল মিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় টয়লেটের ট্যাংকি থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। সন্দেহ হলে এলাকাবাসী একত্রিত হয়ে ট্যাংকির ঢাকনা খুললে সাকিবের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share This

COMMENTS