নাঙ্গলকোটে মোটরসাইকেল চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি


নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে মটরসাইকেল চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চুরি বেড়ে যাওয়ায় মোটরসাইকেল ব্যবহারকারীরা আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। চুরি হওয়া মটরসাইকেল উদ্ধার বা চুরি বন্ধের কার্যকরী কোন ভূমিকা পালন করছে না প্রশাসন। গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন হাট-বাজার, বসত বাড়িসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ থেকে বেশ কয়েকটি মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ১৭ই অক্টোবর রাতে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বোড়রা গ্রামের মনির হোসেনের মোটর সাইকেলটি চুরি হয়। ১৬ই অক্টোবর রাতে একই ইউনিয়নের মলং চর গ্রাম থেকে সেলিম মিয়ার মোটর সাইকেলটি চুরি হয়। তাছাড়া, ১৫ই অক্টোবর রাতে সিড়ির কলাপসিবলের লক ভেঙ্গে বক্সগঞ্জ ইউনিয়নের কোকালি গ্রামের প্রবাসী মোশারফ হোসেনের নতুন মোটর সাইকেলটি চোরেরা নিয়ে যায়। যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ ব্যাপারে মোশারফ থানায় অভিযোগও দায়ের করেছেন। তাছাড়া প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরির খবর পাওয়া গেছে।
বর্তমান সময়ে চলাচলের অতি প্রয়োজনীয় একমাত্র বাহন মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন মানুষ। পাশাপাশি চরম আতঙ্কে দিন কাটছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চুরি বন্ধে উল্লেখযোগ্য কোন পদক্ষে গ্রহণ করছেন না আইনশৃঙ্খলা বাহিনী। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। সচেতন মহলের দাবি মোটর সাইকেল চোর চক্রকে খুঁজে বের করে দ্রæত আইনের আওতায় আনা প্রয়োজন। না হলে পুলিশ প্রশাসনের উপর থেকে জনগণের আস্থা হারিয়ে যাবে।
ভুক্তভোগী মোশারফ হোসেন বলেন, আমার মোটরসাইকেল চুরির বিষয়ে নাঙ্গলকোট থানায় মামলা হলেও চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধারে পুলিশের তেমন একটা তৎপরতা নেই। আমার মোটরসাইকেলটি চুরি হওয়ায় আমি সঠিক সময়ে কোথাও যাতায়াত করতে পারছি না।
কাদবা গ্রামের মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম বলেন, গত কয়েক মাসে নাঙ্গলকোট উপজেলায় যে সংখ্যক মোটর সাইকেল চুরি হয়েছে, তা কল্পনাতীত। সর্বদা আতঙ্কে থাকি কখন যে আমার মোটরসাইকেলটি চুরি যায়। পুলিশ চুরির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না কেন বোধগম্য নয়।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, মোটরসাইকেল চুরির ঘটনার বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। যথাসাধ্য চেষ্টাও করছি, আশা করি অল্প সময়ে ভালো ফলাফল পাওয়া যাবে।
