শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে রাস্তার উপর বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৭ গ্রামের মানুষের দুর্ভোগ কাটেনি

নাঙ্গলকোটে রাস্তার উপর বিদ্যুতের খুঁটি  ভেঙ্গে ৭ গ্রামের মানুষের দুর্ভোগ কাটেনি
৬১৯ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শান্তির বাজার-পিপড্ডা-খাঁড়ঘর সড়কের পশ্চিম খাঁড়ঘর মসজিদের সামনে ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় বাড়ছে দূর্ঘটনা। এতে দূর্ভোগে ৭ গ্রামের একলাখ মানুষের দুর্ভোগ চরমে। অপসারণের দাবী এলাকাবাসীর।

            জানা যায়, গত ১৬ই নভেম্বর দেশব্যাপী ঘূর্ণিঝড় মিধিলীর তান্ডবে বৈদ্যুতিক তারের উপর গাছ পড়ে দু’টি খূঁটি ভেঙে যায়। খ্ুঁটি লাগিয়ে বিদ্যুৎ লাইন সঞ্চালন করে। কিন্তুু ভেঙে পড়া খুঁটি ভেঙে সড়কের উপর পড়লেও ১৭ দিনেও অপসারণ করেনি পল্লী বিদ্যুৎ। এতে বাড়ছে দূর্ঘটনা। এতে দুর্ভোগে দাসনাইপাড়া, পশ্চিম খাঁড়ঘর, পূর্ব খাঁড়ঘর, থাসিয়াল, বেকামলিয়া, পিপড্ডা, চাঁন্দেরবাগ গ্রামের একলাখ লোকজন।

            বেকামলিয়া গ্রামের সাবেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গাজিউল হক বলেন, কয়েকদিন আগে বাজার থেকে বাড়ী যাওয়ার পথে অসাবধানতার কারনে পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মাথা ফেটে যায়। আরও অনেক লোকজন আহত হয়েছে। আমি চাই খুঁটিটি দ্রæত অপসারণ করা হোক। শান্তির বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, প্রতিদিন দূর্ঘটনা ঘটতেছে, খুঁটিটি দ্রæত অপসারণের দাবী জানাই।

            এ বিষয় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ (নাঙ্গলকোট) এর এজিএম (কম)শহীদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ের পর জরুরিভাবে মেরামতের কাজ ঠিকাদারকে দিয়েছি, সে নতুন খুঁটি লাগি সংযোগ ও দিয়েছে। এটা যে অপসারণ করা হয়নি অফিসে কেউ জানায়নি ঠিকাদারকে বলে দ্রæত অপসারণ করা হবে।

Share This

COMMENTS