নাঙ্গলকোটে সেতু ও সেতু সংলগ্ন সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিনিধি॥ নাঙ্গলকোটের দৌলখাঁড় ও বটতলী ইউনিয়নের মধ্যবর্তী মাস্টার জয়নাল আবেদীন সেতু এবং সেতু সংলগ্ন সড়কটি সাম্প্রতিক ভয়াবহ বন্যার পানির তোড়ে ভেঙে যাওয়ায় দু’ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসী সড়কটি দিয়ে প্রতিনিয়ত মালামাল পরিবহনসহ তাদের চলাচল এবং স্কুলগামী শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়া করলেও সেতু ও সেতু সংলগ্ন সড়কটি ভেঙে যাওয়ায় তাদেরকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দৌলখাঁড় ও বটতলী ইউনিয়নের মধ্যবর্তী এল.জি.ই.ডি’র নাঙ্গলকোট-দৌলখাঁড়-বক্সগঞ্জ প্রধন সড়ক সংলগ্ন মাস্টার জয়নাল আবেদীন সেতু এবং সেতু সংলগ্ন সড়কটি সাম্প্রতিক বন্যার পানির তোড়ে ভেঙে যায়। ফলে সেতুটির দুই প্রান্ত সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে খালের মধ্যে ঝুঁকে পড়েছে। এছাড়া প্রধান সড়কের মাটি ও সড়ক ভেঙ্গে খালের পানিতেও তলিয়ে গেছে।
এতে করে খালের উপর অবস্থিত সড়কটি প্রধান সড়ক থেকে বিচ্ছিন্ন হওয়ায় দৌলখাঁড় উত্তর-পশ্চিম পাড়ায় বসবাসরত কয়েকশ’ পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কটির অবশিষ্ট ভাঙ্গা অংশ দিয়ে কোনোভাবে পায়ে হেঁটে চলাচল করতে পারলেও যানবাহন চলাচল করতে পারছে না। এতে করে এলাকাবাসীর চলাচল ও মালামাল পরিবহনে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় সমাজকর্মী মোঃ ওয়াসিম বলেন সেতু এবং সেতু সংলগ্ন সড়কটি সংলগ্ন সড়কটি দ্রুত সংস্কার করা না হলে এলাকার স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রী এবং হাসপাতালগামী রোগীদের দূর্ভোগের সীমা থাকবে না।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার বলেন, সড়কের পাশে গভীরভাবে খাল খনন এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সড়ক এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতু সংলগ্ন সড়কটির কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। ইতোমধ্যে সড়কটির অনুমোদন হয়েছে। সেতুটি উপজেলা পরিষদের তহবিল থেকে সংস্কারের ব্যবস্থাা নেয়া হচ্ছে।