শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ২ তরুণী ধর্ষণ মামলায় ২ জন জেলহাজতে

নাঙ্গলকোটে ২ তরুণী ধর্ষণ  মামলায় ২ জন জেলহাজতে
১১২ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির নূরপুর সেবাখোলা নামক স্থানে রাস্তা থেকে ২ তরুণী তুলে নিয়ে ইউনিয়ন এক যুবদল নেতার নেতৃত্বে খোকন স’ মিলের একটি কক্ষে দলবদ্ধ ধর্ষণ করেন। এঘটনায় এক তরুণী বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করলে মামলার এজহারভূক্ত ২ আসামিকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা পুলিশ।

            আটককৃতরা হলেন- মামলার এক নং আসামী গান্দাচী গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে শহীদুল ইসলাম শহীদ (২৬) ও তদন্তে সম্পৃক্ত আসামী হেসিয়ারা গ্রামের মৃত ছায়েদুর রহমানের ছেলে আবুল বাশার (৩৫)।

            মামলার তদন্ত কর্মকর্তা ও নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল বলেন, চট্টগ্রাম নগরীর একে খান এলাকা থেকে ২০শে জানুয়ারী সন্ধ্যায় শহীদুল ইসলাম শহীদ ও ২১শে জানুয়ারি দিবাগত রাত ৩টায় আবুল কাশেমকে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গত বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

            উল্লেখ্য, গত ৯ই জানুয়ারি উপজেলার বাঙ্গড্ডা ইউপির নূরপুর সেবাখোলা নামক স্হানে রাস্তা থেকে ২ তরুণীকে তুলে নিয়ে ইউনিয়ন এক যুবদল নেতার নেতৃত্বে খোকন স’ মিলের একটি কক্ষে দলবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ১৪ই জানুয়ারী এক তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

Share This

COMMENTS