শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

৭৭ Views

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের মাত্র একদিন আগে গত সোমবার নির্বাচন কমিশন উপ সচিব মোঃ আতিয়ার রহমান সাক্ষরিত এক আদেশে নির্বাচনটি স্থগিতে এই নির্দেশনা দেয় কমিশন। উল্লেখ্য, গত ৬ই মে রাতে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খান জানান, একজন প্রার্থী আদালতে নির্দেশে প্রার্থীতা ফিরে পাওয়ায় আদালতের আদেশে নির্বাচন কমিশন এই নির্দেশনা দিয়েছেন। অথচ, প্রথম ধাপে ৮ই মে রোজ বুধবার নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের জন্য প্রচার-প্রচারণা শেষ হয় ৬ই মে সোমবার।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই বাছাইয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ছালেহা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়। প্রার্থীতা ফিরে পেতে ছালেহা বেগম হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন এবং গত ২৫শে এপ্রিল হাইকোর্ট বিভাগ ছালেহা বেগমের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করে এবং ৬ই মে তারিখে এই স্থগিত আদেশ প্রদান করা হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আদেশ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেল প্নির্বাচন কমিশন। এখানে আরো উল্লেখ থাকে যে, নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) পদ থেকে পদত্যাগ না করেই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করায় ছালেহা বেগমের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়।

ছালেহা বেগম জানান, আমি আমার প্রার্থীতা ফিরে পেতেই হাইকোর্টে রিট করেছি। তবে এখনো ইউপি মেম্বার পদ থেকে পদত্যাগ করিনি। নির্বাচন স্থগিত হবার নির্দেশনা আসার আগ পর্যন্ত নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্ধন্ধিতার জন্য প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছিলেন।

Share This