শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোট পৌরসভার ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা

নাঙ্গলকোট পৌরসভার ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা

            তাজুল ইসলাম\ নাঙ্গলকোট পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠান গত সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট পৌরসভা প্যানেল মেয়র ছাদেক হোসেনের সভাপতিত্বে বাজেট ঘোষনা করেন, পৌর মেয়র আবদুল মালেক। বাজেটে ৭৩ কোটি ৫০ লাখ টাকা আয় এবং ৭২ কোটি ৫০ লাখ টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। সর্বমোট বাজেট ঘোষণা করা হয়েছে, ৭৯ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা।

            মেয়র আবদুল মালেক বলেন, আগামী অর্থ বছরে পৌর এলাকায় শতভাগ লাইটিং, পৌর সুপার মার্কেট নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনায় স্থাপনা নির্মাণ, বাস টার্মিনাল, যাত্রী চাউনী, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও সৌন্দর্য্য বর্ধনসহ সকল ধরণের উন্নয়ন করা হবে। পৌর বাজারে যানজট নিরসন ব্যবস্থা নেয়া হবে। নাঙ্গলকোট পৌরসভা হবে একটি স্মার্ট পৌরসভা। তিনি বলেন, আগামীতে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সহযোগিতায় নাঙ্গলকোট পৌরসভায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করা হবে।

            বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভা সচিব হারুনুর রশিদ, সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, কাউন্সিলর শাহ খোরশেদ আলম, জামাল হোসেন সোহাগ, আবু জাফর প্রমুখ।

            এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী জুবাইদা ইয়াছমিন, পৌর কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, শেখ রাসেল, শাখাওয়াত হোসেন সুমন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন কাজল, ফরিদা আক্তার, আয়েশা বেগম, হিসাব রক্ষণ কর্মকর্তা মর্জিনা আক্তার, হিসাব রক্ষক আবুল খায়ের, ক্যাশিয়ার আবু বকর, উচ্চমান সহকারী আলমগীর কবির সোহেল চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Share This

COMMENTS