বৃহস্পতিবার, ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনী প্রস্তুতির নতুন পর্বে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা ইউনূস

নির্বাচনী প্রস্তুতির নতুন পর্বে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা ইউনূস
১৭ Views

নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে মাত্র এক দিন আগে। আর সেই ঘোষণা দেওয়ার পরদিন থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার, ৭ আগস্ট, সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, সরকারের নির্বাচনী কার্যক্রম এখন থেকে নতুন পর্বে প্রবেশ করেছে, যেখানে প্রশাসন পরিচালনার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই হবে প্রধান লক্ষ্য।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন—নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে এখন থেকে সরকার নির্বাচন আয়োজনের প্রতিটি ধাপ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দফতরকে নির্বাচন-সংক্রান্ত কাজে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেন। একই সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন, যাতে দেশের জনগণ একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী পরিবেশে অংশগ্রহণ করতে পারে।

এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, অন্তর্বর্তী সরকার এখন থেকে শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, বরং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের রূপরেখা বাস্তবায়নের পথেই অগ্রসর হচ্ছে।

Share This