নেপালে সংসদ পুনর্বহালের দাবিতে প্রধান রাজনৈতিক দলগুলোর চাপ


১৮ Views
দুর্নীতিবিরোধী তীব্র বিক্ষোভের মুখে সরকার পতনের পর নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে।
নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল এবং মাওবাদী সেন্টারসহ আটটি দল যৌথ বিবৃতিতে অভিযোগ করেছে, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছেন।
গত শুক্রবার নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কারকির পরামর্শে প্রেসিডেন্ট পৌডেল হাউস অব রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেন। এটি সরকারবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান দাবির সঙ্গে সম্পর্কিত।
এদিকে, ফেসবুকসহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে গত সপ্তাহে দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভ হয়। এ সময় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়।