বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালী পৌরসভার ৩টি রাস্তায় দেড়শ’ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি

নোয়াখালী পৌরসভার ৩টি রাস্তায় দেড়শ’ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি
১১৭ Views

            নিজস্ব প্রতিনিধি\ দেড়শত বৎসর পূর্বে ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী প্রথম শ্রেণীর নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা ব্রিজ সংলগ্ন আয়ুবপুর ও সাহাপুর গ্রামের ৩টি কাঁচা রাস্তায় শত বছরের মধ্যেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। ফলে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী এ রাস্তাগুলোতে চলাচলে নিত্য নৈমিত্তিকভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ।

            এ ব্যাপারে গত সোমবার (৮ই সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়ুবপুর ও সাহাপুরের মূল রাস্তা এবং শাখা দু’টি কাঁচা রাস্তা দ্রæত নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী।

            মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্থানীয় দত্তবাড়ির মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমাজসেবক আকবর হোসেন জাবেদ, বিএনপি নেতা মো. সাহাব উদ্দিন, পাথরঘাটা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল­াহসহ আরো অনেকেই। এসময় বক্তারা অভিযোগ করেন, নোয়াখালী পৌরসভা প্রতিষ্ঠার একশ ঊনচলি­শ বছর শেষ হয়েছে। গত ৫০ বছর ধরে আয়ুবপুর ও সাহাপুর কাঁচা রাস্তা দিয়ে এই এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে কোনো মতেই চলাচল করছে। বৃষ্টি-বাদলের দিনে বিশেষ করে বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদায় চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়ে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া ও রোগীদের হাসপাতালে নেয়াও হয়ে ওঠে কষ্টকর।

            দত্তবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, প্রথম শ্রেণীর পৌরসভার বাসিন্দা হয়েও এই এলাকার মানুষকে এখনো কাঁচা রাস্তায় কাদামাটি আর পানির মধ্যে চলাচল করতে হয়। এটা অত্যন্ত লজ্জাজনক। এই রাস্তাগুলো দিয়ে চলাচল করতে গিয়ে শিক্ষার্থীদের নানা সময় র্দুঘটনার কবলে পড়তে হয়। ভারি যানবাহন এলাকায় প্রবেশ করতে পারে না। এতে এলাকার মানুষের জীবন-মান এখনো চরম অবহেলিত। দ্রæত রাস্তাগুলো নির্মানের উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

            স্থানীয় সমাজসেবক আকবর হোসেন জাবেদ অভিযোগ করে বলেন, প্রতিশ্রæতি শুধু কাগজে-কলমে, বাস্তবে কাজ নেই। জনগণের করের টাকায় উন্নয়ন হলেও আমরা বঞ্চিত। বিগত বছরগুলোতে আমাদের মৌলিক অধিকার এই রাস্তাগুলো নির্মাণে কোন উদ্যোগ নেয়া হয়নি। আমাদের এই এলাকার মানুষের জীবন-মান উয়ন্ননের কথা বিবেচনায় রেখে দ্রæত আয়ুবপুর ও সাহাপুর মূল রাস্তাসহ শাখা দু’টি রাস্তা যেন নির্মাণের ব্যবস্থা করা হয়, আমরা প্রশাসনের কাছে এই দাবিই জানাচ্ছি।

            মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা বলেন, অবিলম্বে ৩টি রাস্তা নির্মাণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

Share This

COMMENTS