বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পবিত্র আশুরা ৬ই জুলাই

পবিত্র আশুরা ৬ই জুলাই
Views

            ষ্টাফ রিপোর্টার\ দেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৬ই জুলাই পালিত হবে পবিত্র আশুরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। হিজরি সালের প্রথম মাসের ১০ তারিখ বা আশুরা বাংলাদেশে সরকারি ছুটির দিন।

            ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হলো। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে আশুরা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।

            ইসলামিক ফাউন্ডেশন বলেছে, বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ) আবদুস ছালাম খান এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম।

Share This

COMMENTS