সোমবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
৬৭ Views

আজ হিজরি ১৪৪৭ সালের ১২ রবিউল আউয়াল। দেশের প্রতিটি স্থানে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হচ্ছে।

এই দিনে মহান আল্লাহর রহমতে মানবজাতির জন্য শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে প্রেরিত হন। ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে মা আমিনার কোলে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের আগে পিতা, এবং ছয় বছর বয়সে মাতাকে হারান। দাদা ও চাচার তত্ত্বাবধানে তিনি বড় হন।

মুহাম্মদ (সা.) অল্প বয়স থেকেই হেরা গুহায় ধ্যান-ধ্যান করতেন। আনুমানিক ৬১০ খ্রিষ্টাব্দে প্রথম ওহি লাভ করেন। পরবর্তী সময়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ইসলাম প্রচার ও রিসালাতের দায়িত্ব পালন করেন। ৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বলেছেন, মহানবীর জীবনাদর্শ, শিক্ষা ও সুন্নাহ অনুসরণ বর্তমান দ্বন্দ্বপূর্ণ বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উৎসব ও অনুষ্ঠান:

  • ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আ. আউয়াল হাওলাদার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।

  • ৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

  • জাতীয় মসজিদে মাসব্যাপী ইসলামি বই মেলা অনুষ্ঠিত হবে, যেখানে দেশ-বিদেশের প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে।

  • ১৫-১৬ সেপ্টেম্বর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কিরআত, আযান, হামদ-না’ত, রচনা, কবিতা, বক্তৃতা ও আরবিতে খুতবা লিখন এ প্রতিযোগিতার বিষয়।

  • ১১, ১৭ ও ১৮ সেপ্টেম্বর ক্বিরাআত, হামদ-না’ত ও স্বরচিত কবিতা পাঠের আসর আয়োজন করা হয়েছে।

  • ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালা পালন করা হবে।

  • চট্টগ্রামে ৫৪তম বারের মতো বর্ণাঢ্য ‘জশনে জুলুস’ আয়োজন করা হয়েছে।

সরকার সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহীসহ প্রধান শহরগুলোতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু জামাত ও শোভাযাত্রা নিশ্চিত করা হয়েছে। এছাড়া, দেশের বাইরে মিশন, দূতাবাস ও হাইকমিশনেও মুসলমানরা যথাযথভাবে দিনটি উদযাপন করছে।

Share This