বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পরপারে পাড়ি জমালেন তাবলীগ জামায়াতের  কিংবদন্তি রাহবার ডাক্তার আহসান উল্লাহ!

পরপারে পাড়ি জমালেন তাবলীগ জামায়াতের কিংবদন্তি রাহবার ডাক্তার আহসান উল্লাহ!

৬৭ Views

            কাজী মাসউদ\ গত শুক্রবার (১৪ই ফেব্রæয়ারি) দুনিয়ার জীবন শেষ করে পরপারে পাড়ি দিলেন তাবলীগ জামায়াতের এক কিংবদন্তি রাহবার ডাক্তার এ কে এম আহসান  উল্লাহ (৯০)। জেনারেল শিক্ষায় শিক্ষিত হলেও দ্বীনের আলোয় আলোকিত হয়ে তিনি আলো ছড়িয়েছেন দেশ ও সমাজে। দ্বীনের দাওয়াতি কাজে তিনি ইউরোপ, আমেরিকা, লন্ডন ও কানাডাসহ পৃথিবীর বহু দেশ সফর করেছেন।

            ডাক্তার এ কে এম আহসান উল্লাহ ছিলেন আল্লামা নানুপুরী (রঃ) এর খলিফা এবং উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা হাফেজ্জী হুজুর ও আল্লামা শামসুল হক ফরিদপুরীর অত্যন্ত স্নেহধন্য। তাবলীগ জামায়াতে বিশ্ব বরেন্যে মুরুব্বী হযরতজি এনামুল হাসান ও ইউসুফ কান্দলভীর সানিধ্য অর্জন করেছেন তিনি।

            ব্যক্তি জীবনে এ কে এম আহসান উল্লাহ ছিলেন সদা-সর্বদা হাস্যজ্জোল, নিরহংকার, পরোপকারী। আলেম ওলামাদেরকে তিনি অঘাদ ভালো বাসতেন এবং রোগী দেখার মধ্যদিয়ে তিনি ইবাদত বন্দেগীর স্বাদ গ্রহণ করতেন।

            পারিবারিক জীবনে তিনি  ৪ ছেলে ও এক মেয়ের জনক। চার ছেলেকেই তিনি একই সাথে  হাফেজ, মাওলানা ও মুফতি বানিয়ে দ্বীনের রাহবার বানিয়ে গেছেন।

            কুমিল্লা জেলায় তিনি ছিলেন দ্বীনের একটি বর্তিকা। লাকসাম পাইলট স্কুল মাঠে তাঁর জানাজায় হাজারো আলেম ওলামার উপস্থিতি ও সাধারণ  মানুষের ঢল সেটাই প্রমাণ করে। মরহুম ডাঃ এ কে আহসান উল্লাহর জানাজার নামাজ পড়ান তাঁর বড় ছেলে মুফতি শফি উল্লাহ। জানাজায় উপস্থিত ছিলেন,  তাবলীগ জামায়াতের  কুমিল্লা জেলার মুরব্বীগন এবং উজানীর পীর সাহেব ও প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি জুনায়েদ কাসেমীসহ কুমিল্লা জেলার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বগন। জানাজা শেষে তাঁকে  তাঁর পশ্চিম গাঁওয়ের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Share This