বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম; দয়া করে কেউ নিয়ে যাবেন

পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে  গেলাম; দয়া করে কেউ নিয়ে যাবেন
২১ Views

উত্তরবঙ্গের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় শিশু ওয়ার্ডের বেডে এক নবজাতক কন্যাসন্তান রেখে গেছেন স্বজনেরা। নবজাতকের বিছানার পাশে বাজারের ব্যাগে একটি চিরকুটও পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা জানাজানি হলে শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে কতেক লোকের ভিড় জমে।
তবে নবজাতকটি বর্তমানে হাসপাতালের পেডিয়ার্টিক ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সে শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে হাসপাতাল সূত্রে জানা গেছে যে, ওইদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে ঠিকানা উল্লেখ করা হয়েছে ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী। আর বাজারের ব্যাগে নবজাতকের মায়ের রেখে যাওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘আমি মুসলিম। আমি একজন হতোভাগি। পরিস্থিতির স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪ঠা নভেম্বর ২০২৫ (মঙ্গলবার)। অত্রসঙ্গে এগুলো সব বাচ্চার ওষুধ…।’
এ প্রসঙ্গে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ বলেন, এক দম্পতি গতকাল সন্ধ্যায় শিশুটিকে নিয়ে এসে ভর্তি করতে বলেন। নিজেদের পরিচয় দেন শিশুটির নানা-নানী হিসেবে। তিনি শিশুটির মায়ের খোঁজ করলে তাঁরা বলেন, মা নিচে আছেন। তিনি মাকে নিয়ে আসতে বললে বাচ্চাসহ ওই দম্পতি বেড়িয়ে যান। এর কিছুক্ষণ পর শিশু ওয়ার্ডের বাইরে একটি বেডে বাচ্চাটিকে একা থাকতে দেখে অন্যরা বিষয়টি জানাজানি করেন। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির মা ও স্বজনদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। শিশুটির বিছানায় একটি বাজারের ব্যাগে কিছু ওষুধ, ডায়াপার ও জামাকাপড়ও পাওয়া গেছে।
ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ আরও বলেন, স্বাভাবিক সন্তান প্রসবের যে সময়কাল, তার আগেই বাচ্চাটির জন্ম হয়েছে। তবে শিশুটি বর্তমানে সুস্থ আছে। ফটোথেরাপি দেওয়া হয়েছে। ওয়ার্মারে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, একটি ব্যাগে ভরে বাচ্চাটিকে হাসপাতাল পর্যন্ত এনেছেন তার স্বজনেরা। এরই মধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতেও হাসপাতালে যোগাযোগ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তীতে শিশুটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানা গেছে। Ref: prothomalo

Share This

COMMENTS