পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইন রিটার্ন দাখিল থেকে ছাড় দিল এনবিআর


২০২৫-২৬ করবর্ষে পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪) অনুযায়ী, ৪ আগস্ট ২০২৫ থেকে সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে। তবে নিম্নোক্ত পাঁচ শ্রেণির করদাতা এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন—
-
৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা
-
শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্রসহ)
-
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
-
মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি
-
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক
এনবিআর জানিয়েছে, এসব করদাতা চাইলে ইচ্ছানুযায়ী অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
এ ছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে উপরের তালিকাভুক্ত শ্রেণির বাইরে থাকা কোনো স্বাভাবিক ব্যক্তি অনলাইনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে, ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে, তিনি পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।